শনিবার, ০২ জুলাই, ২০২২, ০৯:৪৬:২২

আর বেঁচে নেই আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস

আর বেঁচে নেই আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস

এমটি নিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস (৬৮) আর বেঁচে নেই। ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে মারা যান। 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মুকুল বোসের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।  

গত ২৮ মে মুকুল বোসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক'রোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরে বেশ কিছুদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে