সোমবার, ০৪ জুলাই, ২০২২, ০৯:৫৭:১৬

মাত্র ২ ঘণ্টায় সড়কপথে গোপালগঞ্জ থেকে গণভবনে প্রধানমন্ত্রী

মাত্র ২ ঘণ্টায় সড়কপথে গোপালগঞ্জ থেকে গণভবনে প্রধানমন্ত্রী

এমটি নিউজ২৪ ডেস্ক : মাত্র দুই ঘণ্টায় সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে পদ্মা সেতু হয়ে গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সোমবার (৪ জুলাই) পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের সদস্যরা ছিলেন। এদিন সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা।

সকাল ৯টার দিকে টোল পরিশোধ করে পদ্মা সেতুতে উঠেন প্রধানমন্ত্রী। সেতুতে ওঠার পর গাড়ি থামিয়ে কিছু সময় সৌন্দর্য উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও কিছু সময় অতিবাহিত করে প্রধানমন্ত্রীর গাড়িবহর।

এদিন ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি।এ সময় পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। টুঙ্গিপাড়া থেকে মাত্র দুই ঘণ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে