নিউজ ডেস্ক: দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার অনুমোদন দেয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদনের ঘোষণা দেয় দেশটি। এবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ জানালেন মন্ত্রী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মালয়েশিয়া কর্মী যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অংশের খরচ নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। বুধবার (০৬ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।
আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ তথ্য সাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অংশে কর্মীদের খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা।