সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১১:২৭

গণভবন নিয়ে নতুন প্রস্তাব দিলেন আন্দালিব রহমান পার্থ

গণভবন নিয়ে নতুন প্রস্তাব দিলেন আন্দালিব রহমান পার্থ

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এর মধ্যেই গণভবন নিয়ে নতুন প্রস্তাব দিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।   

সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এই প্রস্তাব দেন।

পার্থ তার ফেসবুক পোস্টে লিখেন-গণভবন যেহেতু ১৫ একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয়, আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায় তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো।

পার্থ লিখেন- ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশি ভালো।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চার মেয়াদ ক্ষমতায় থাকাকালে গণভবনেই থাকতেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেদিন হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে পড়ে। অনেকে সেখানে ভাঙচুর ও লুটপাটও চালায়।

অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। সেখানে জুলাই গণহত্যার স্মৃতিসহ গত ১৬ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণঅভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনা, শহীদদের তালিকা, স্মৃতি এসব কিছুর একটি সামগ্রিক উপস্থাপনা থাকবে। পাশাপাশি কিছু ডিজিটাল উপস্থাপনা থাকবে। সেই জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে