মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ০৯:৫৬:৫৮

বড় সুখবর জাতীয় পরিচয়পত্র সংশোধন ইস্যুতে, এবার যে উদ্যোগ

বড় সুখবর জাতীয় পরিচয়পত্র সংশোধন ইস্যুতে, এবার যে উদ্যোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজের অগ্রগতি মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে চার লাখের মতো সংশোধন আবেদন ঝুলে আছে, যা জুনের মধ্যেই নিষ্পত্তি করতে চায় কমিশন।

১৫ দিন অন্তর প্রতিবেদন দাখিলের নির্দেশ
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানের সই করা নির্দেশনায় বলা হয়েছে, জেলা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা প্রতি ১৫ দিন অন্তর নিজেদের কাজের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেবেন।

কেন্দ্রীয়ভাবে মনিটরিং
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা এসব প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। এরপর পরিচালক পর্যায় থেকে সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করা হবে।

জুনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য
চার লাখ ঝুলন্ত এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তিতে এই মনিটরিং কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন চায়, জুন মাসের মধ্যেই সব আবেদন নিষ্পত্তি হোক।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের চার লাখ ঝুলন্ত আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে