এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় নতুন আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স সুমাইয়া ইন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ২২ মেট্রিক টন নতুন আলু আমদানি করেছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ভারত থেকে একটি ট্রাকে এই খাদ্যপণ্য দেশে প্রবেশ করেছে।
দেশের বাজারে নতুন আলুর চাহিদা থাকায় এসব আলু আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারক সাইফুল ইসলাম।
তিনি বলেন, দেশের বাজারে নতুন আলুর চাহিদা রয়েছে, তাই আমদানি করছি। পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে দাম পাবো বলে আশা করছি।
বাড়তি শুল্কের কারণে দীর্ঘ দিন ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা আলু আমদানি করছিলেন না। এতে দফায় দফায় দেশের বাজারে আলুর দাম বেড়েছে। গত ৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে দেয় সরকার। সেই সঙ্গে তিন শতাংশ নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আবার আলু আমদানি শুরু করেন ব্যবসায়ীরা।