বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১২:২১:০৯

এবার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করলো আসামের মুখ্যমন্ত্রী

এবার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করলো আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং জনসমক্ষে (পাবলিক প্লেস) গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার। 

গরুর মাংস খাওয়ার বিষয়ে রাজ্যে বিদ্যমান আইন সংশোধন করার বিষয়ে বুধবার (৪ ডিসেম্বর) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 

তিনি বলেন, ‘আসামে গরু জবাই বন্ধ করতে তিন বছর আগে একটা আইন আনা হয়েছিল, তাতে খুব ভালো সাড়া পাওয়া
গেছে। এবার আরেক কদম আগে গিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আসামে কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো পাবলিক অনুষ্ঠানে বা পাবলিক প্লেসে পরিবেশন করা হবে না। তাই আজ বুধবার থেকে আমরা রাজ্যের সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং পাবলিক প্লেসে গরুর মাংস খাওয়া সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

শর্মা আরো জানান যে, আগে মন্দিরের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু এখন আমরা এটাকে পুরো রাজ্যে প্রসারিত করেছি। সেক্ষেত্রে কোনো সম্প্রদায়ের জায়গা, জনসমক্ষে, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না।

উল্লেখ্য, আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, কিন্তু 'আসাম ক্যাটেল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১' অনুযায়ী যে এলাকায় হিন্দু, জৈন এবং শিখরা সংখ্যাগরিষ্ঠ এবং একটি মন্দির'এর ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। আর এবার থেকে গোটা রাজ্য জুড়েই হোটেল, রেস্তোরাঁ এবং জনসমক্ষে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে