বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩২:৪১

পাঁচ দিনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ

পাঁচ দিনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ

এমটিনিউজ২৪ ডেস্ক: পাঁচ দিনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকটির লেনদেনসহ সব সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে।

বুধবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে