এমটিনিউজ২৪ ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনের একটি ভবনে চান্দগাঁও থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে।
যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পার্শ্ববর্তী একটি ভবনে লাফ দিয়ে পালিয়ে যান সাজ্জাদ। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এ ঘটনায় দুই পুলিশসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইস উদ্দিন বলেন, সাজ্জাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে ৬ রাউন্ড গুলি করা হয়। এ ঘটনায় দুই পুলিশসহ ৪ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি ও চাঁদাবাজি মামলা রয়েছে। চান্দগাঁও, বায়েজিদ বোস্তামীসহ নগরের বিভিন্ন এলাকায় সাজ্জাদ প্রভাব খাটিয়ে চাঁদা আদায় করেন।
গত ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি ও হাটহাজারী থানার সীমান্তবর্তী অক্সিজেন-কুয়াইশ সড়কে গুলি করে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের হওয়া দুই হত্যা মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়।