বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৩:৪৯

ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ডুবে গেছে যাত্রীবাহী স্পিডবোট, নিখোঁজ ৪ যাত্রী

ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ডুবে গেছে যাত্রীবাহী স্পিডবোট, নিখোঁজ ৪ যাত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক: কীর্তনখোলা নদীতে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। স্পিডবোটটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়। চরমোনাই এলাকা সংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।

তিনি আরও বলেন, নৌ-পুলিশসহ উদ্ধারকারী অন্যান্য সংস্থা ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারের পাশাপাশি সেই ট্রলারটিকে শনাক্ত করার চেষ্টা করছি আমরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে