বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৫১:৫৩

ভারতের আকাশ থেকে ঘুরে এসে শাহজালালে বিমানের জরুরি অবতরণ!

ভারতের আকাশ থেকে ঘুরে এসে শাহজালালে বিমানের জরুরি অবতরণ!

এমটিনিউজ২৪ ডেস্ক: কানাডার টরেন্টোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের আকাশ থেকে ঘুরে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্লাইটটি উড্ডয়নের পরপরই একজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে ভারতের পাটনার আকাশে থাকা অবস্থায় পাইলট বিমান জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তী সময়ে সেই ফ্লাইট ঢাকায় এসে জরুরি অবতরণ করে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর ৪টায় কানাডার টরেন্টোর উদ্দেশে ১৮৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। আকাশে এক ঘণ্টা উড্ডয়নের পরে একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেই যাত্রীকে ইন-ফ্লাইটে জরুরি চিকিৎসাসেবা প্রদান করেন কেবিন ক্রুরা। একপর্যায়ে বিমানের ক্যাপ্টেন ওই যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইট ঘুরিয়ে ঢাকায় ফিরে আসে।

পরে ঢাকা বিমানবন্দর থেকে অসুস্থ যাত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ। সেই ফ্লাইট সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ফের টরেন্টোর উদ্দেশে রওনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে