শনিবার, ২২ মার্চ, ২০২৫, ০৪:৩৫:৩০

এবার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম!

এবার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম!

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে স্বর্ণের বাজারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের ১৯ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া নতুন স্বর্ণ দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাজার পরিস্থিতির একটি প্রতিফলন। 

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, যা পূর্বের দামের চেয়ে ১,৪৭০ টাকা বেশি। 

এটি শুধু একটি সংখ্যা নয়, বরং স্বর্ণ বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা। এ মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তা থেকে শুরু করে বিনিয়োগকারী সবার জন্যই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। গত বছর এবং চলতি বছরের বারংবার দামের ওঠানামা স্পষ্ট করে দেয় যে, স্বর্ণ এখন কেবল অলংকার নয়, বরং একটি ভাসমান বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে