ঢাকা : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান ও মো. এমরান হোসেন মিয়াকে সমন্বয়কারী করে এবং নূরুল হক বাচ্চু মিয়াজীকে আহ্বায়ক করে ৩৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার এ কমিটির অনুমোদন দেন এরশাদ। বিষয়টি নিশ্চিত করেছেন জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ।
তিনি জানান, জাতীয় পার্টি চাঁদপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটিতে নূরুল হক বাচ্চু মিয়াজীকে আহ্বায়ক ও অধ্যাপক শাহজাহান, অ্যাডভেকেট লতিফ শেখ, শেখ আব্দুল মান্নান, শংকর নাগ, মিজানুর রহমান, এমদাদুল হক রুমন, আব্দুল আউয়াল মিজি, কাজী খায়রুল আলম পারভেজ, মান্নান মোল্লা, শওকত আকন্দ আলমগীর, সিরু মিজি, মিজান মোল্লা, আবুল কালামকে যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম