এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর বিদায় ক্ষণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছেলে তারেক রহমানকে ছেড়ে দেশে ফিরে আসতে তার কষ্ট হচ্ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা গেছে।
ছেলে তারেক রহমান বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে খালেদা জিয়া বলেন, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে?
উত্তরে তারেক রহমান বলেন, তুমি বিমানে ওঠার পর মেয়ে জাইমাকে নিয়ে চলে যাব।
এরপর তারেক জিয়ার সঙ্গে যারা ছিলেন তাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, তোমরা ভাইয়ার (তারেক) খেয়াল রেখো।
এ সময় খালেদা জিয়াকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পাশে নাতনি জাইমা ও দুই পুত্রবধূকে দেখা যায়।
এর আগে সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় লন্ডনে ছেলে তারেক রহমানের বাসা থেকে রওনা করেন। যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।
এরইমধ্যে ধোয়ামোছা শেষে প্রস্তুত করা হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজা।
এর আগে, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছিলেন ৬ মে সকাল ১০টার দিকে খালেদা জিয়াকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করতে পারে। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও আসবেন।
জানা গেছে, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার উপর নির্ভর করছিল সব কিছু। এ কারণে একদিন পিছিয়ে মঙ্গলবার আসছেন বেগম খালেদা জিয়া।
এদিকে তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।