মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ১২:২২:১১

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, কঠোর হবে সরকার: সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, কঠোর হবে সরকার: সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, এ জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ মে) সচিবালয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরইমধ্যে হামলার ঘটনায় ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আগে থেকেই সতর্ক থাকবে সরকার।

এদিকে হাসনাতের ওপর হামলার ঘটনায় এনসিপির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে জেলার বাসন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে