এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।
ফাইল ছবি
শনিবার (১০ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
দলের স্থায়ী কমিটির এ বৈঠক আজ রাত সাড়ে ১০টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করতে এ বৈঠক ডাকা হয়েছে।