এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতা সন্দেহে এক যুবককে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে তাকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকের নাম মামুন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে আছেন বলে জানা গেছে।
এদিকে, সারা দেশের মতো সিলেটেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার (১০ মে) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও ইসলামী দলগুলোর নেতাকর্মীসহ জুলাই আন্দোলনে সম্পৃক্ত নেতাকর্মীরা।
এ সময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবি তুলে ধরেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।