এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এর মধ্যে পাঁচটি কন্যাশিশু। নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারী সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১০ মে) দুপুরে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে গাইনি বিশেষজ্ঞ ডা. নাজনীন সুলতানা লুলুর তত্ত্বাবধানে সন্তান জন্মদানের এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
সন্তান জন্ম দেওয়া ওই নারীর নাম মরিয়ম বেগম। তিনি কক্সবাজারের ঈদগাঁও জাকির পাড়া নুর মোহাম্মদের স্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারীর এটি চতুর্থ গর্ভধারণ। আগেরবার গর্ভে চারটি ভ্রূণ থাকলেও তা পাঁচ মাসের মাথায় নষ্ট হয়ে যায়। পরে আরেকটি সন্তান জন্ম দেন তিনি। এবার চিকিৎসকরা আলট্রাসনোগ্রাফিতে পাঁচটি ভ্রূণের অস্তিত্ব পান। তবে ডেলিভারির সময় দেখা যায়, একটি অতিরিক্ত শিশুও রয়েছে।
ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডা. আমজাদ হোসাইন জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে তাদের জন্ম হয়। মা-শিশু সবাই সুস্থ আছেন। বর্তমানে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাসপাতালে নরমাল ডেলিভারিতে প্রায়ই একসঙ্গে দুই-তিনটি সন্তানের জন্ম হয়ে থাকে। তবে নরমাল ডেলিভারিতে একসঙ্গে ছয় শিশুর জন্ম এবারই প্রথম হলো।