এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ ৪ মাসের মতো লন্ডনে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় ১০ ঘণ্টার লম্বা সফরে কিছুটা অসুস্থ বোধ করায় গত কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এখন অনেকটা সুস্থবোধ করায় আজ শনিবার (১০ মে) রাতে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাচ্ছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম ইস্কান্দারের বাসাও গুলশানে। ইতোমধ্যে ভাইয়ের বাসার উদ্দেশে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া।