ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে নিজেদের সন্তান বলে বর্ণনা করেন সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় দোষীদের ধরতে সেনাবাহিনী সহযোগিতা করবে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তনুর বাবা মো. ইয়ার হোসেন বিগত ৩০ বছর ধরে কুমিল্লা সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ডের একজন বেসামরিক কর্মচারী। তিনি আমাদের সেনা পরিবারেরই সদস্য। তনু কুমিল্লা সেনানিবাসে বড় হয়েছেন, ও আমাদেরই সন্তান। তনুর এমন মর্মান্তিক মৃত্যুতে প্রতিটি সেনাসদস্য দারুণভাবে ব্যথিত ও মার্মাহত।
গত ২০ মার্চ রোববার কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তনু হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। খুনিদের ধরতে বিলম্বের কারণ ‘অসাধারণ’ কেউ জড়িত থাকতে পারে বলে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সেনানিবাস এলাকায় এমন খুনের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে বক্তব্য আশা করা হচ্ছিল।
অবশেষে মঙ্গলবার আইএসপিআরের বিজ্ঞপ্তিতে, তনুকে নিজেদের সন্তান উল্লেখ করার পাশাপাশি সেনাবাহিনীকে ‘জনসাধারণের অংশ’ বলে অভিহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী তদন্ত প্রক্রিয়ায় আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। দেশের প্রচলিত আইনানুযায়ী তদন্তকারী কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক্ এটা সেনাবাহিনীর প্রত্যাশা।
কোনো কোনো মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে অভিযোগ করে আইএসপিআর বলছে, দেশপ্রেমিক সেনাবাহিনী প্রথম থেকেই সব তদন্তকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। কিছু স্বার্থান্বেষী মহল এ ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী সম্পর্কে অনুমাননির্ভর বক্তব্য প্রদান ও প্রচার করছেন। জনমনে বিভ্রান্তি ছড়ানো মোটেও কাম্য নয়।
এ বিষয়ে সবার দায়িত্বশীল বক্তব্য ও প্রচার প্রত্যাশা করে সেনাবাহিনী।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম