বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০১:৫২:৩৬

‘ভালোভাবে’ ভোট চলছে: ইসি

‘ভালোভাবে’ ভোট চলছে: ইসি

নিউজ ডেস্ক : দ্বিতীয় ধাপের ৬৩৯ ইউনিয়নের ‘ভালোভাবে’ ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টার মাথায় তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ করছি। গণমাধ্যম, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ভালোভাবে যাচ্ছে। এখনও কোথাও বড় ধরনের কোনো ‘অপ্রীতিকর’ ঘটনার খবর আসেনি বলে জানিয়েছেন তিনি।

বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহত ও আটকের বিষয়ে জানতে চাইলে আবু হাফিজ বলেন, যেখানে কোনো অনিয়মের তথ্য আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রের বাইরেও কোনো অঘটন ঘটলে আইন-শৃঙ্খলাবাহিনী পদক্ষেপ নেবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, বিচ্ছিন্নভাবে নানা অভিযোগে স্থানীয়ভাবে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হলেও একীভূত তথ্য এখন জানাতে পারছেন না তারা। বিকালে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যাবে।

ভোট নিয়ে সংঘাত ও হতাহতের সামগ্রিক চিত্র এখনও ইসির কাছে আসেনি বলে জানান তিনি। তবে কিছু এলাকায় অনিয়মে অসন্তোষ প্রকাশ করেছেন ইসি কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, যেখানে অনিয়মের সংবাদ পাচ্ছি, সেখানে আমরা সার্বিকভাবে চাপে রাখার চেষ্টা করছি। আইন শৃঙ্খলাবাহিনীকেও বড় ভূমিকা রাখতে হবে। কেউ নিষ্ক্রিয় থাকছে এমন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত ভোটের হার কেমন সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি নির্বাচন কমিশনার আবু হাফিজ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি।

প্রথম ধাপে ২২ মার্চের নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছে। ভোটের দিন বিভিন্ন নির্বাচনী এলাকায় অনিয়মের অভিযোগ এলেও ভোটপরবর্তী সহিংসতায় মারা গেছে অন্তত আট জন। -বিডিনিউজ
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে