নিউজ ডেস্ক : আগামী ৩ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমনা পরীক্ষা। এ বছর পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন। ছাত্রী ৫ লাখ ৬৬ হাজার ৫১৪ জন। মোট কেন্দ্র ২ হাজার ৪৫২টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৮ হাজার ৫৩৩টি।
আলাদাভাবে এইচএসসিতে ১০ লাখ ২০,১০৯, এইচএসসি (বিএম) এ ১ লাখ ২,১৩২, আলিমে ৯১,৫৯১ এবং ডিআইবিএসে ৪৭৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ২ শত ২৮ টি। মোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ৩৩ টি।
নাহিদ বলেন, এইচএসসি ও সমাননার পরীক্ষা বিদেশে পরীক্ষা কেন্দ্র হবে ৭টি। পরীক্ষার্থী হবে ২৬২ জন। ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ জুন পরীক্ষা শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে শেষ হবে ২০ জুন। এ বছর নতুন ৬টি বিষয়ের ১১টি পত্রের সৃজনশীল পরীক্ষা হবে।
তিনি আরো বলেন, ‘পরীক্ষা তদারকি করার জন্য শিক্ষামন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষ খোলা থাকবে। নকলমুক্ত ও আনন্দঘন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করি।’
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস