বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৮:০৬:৫১

হকারদের সুখবর দিলেন মেয়র সাঈদ খোকন

হকারদের সুখবর দিলেন মেয়র সাঈদ খোকন

ঢাকা : হকারদের সুখবর দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।  তিনি বলেছেন, হকারদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত ফুটপাতে ব্যবসা করতে পারবে।  তবে রাস্তা বন্ধ করে যানবাহন ও জনভোগান্তি তৈরি করে নয়।

 
বৃহস্পতিবার রাজধানীর ২৯ নম্বর ওয়ার্ডে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
সাঈদ খোকন বলেন, প্রকৃত হকারদের তালিকা প্রণয়নের কাজ চলমান আছে। এটি শেষ হলে হকারদের ব্যবসার জন্য বিকল্প স্থানের ব্যবস্থা করা হবে।
 
অনুষ্ঠানে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মেয়র সাঈদ খোকন জানান, দীর্ঘদিন ধরে ইসলামবাগে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ খুব দ্রুতই শুরু করা হবে।
 
মেয়র বলেন, এ এলাকার অধিবাসীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।  এলাকায় ফ্রি ওয়াইফাই জোন করা হবে। এলাকার প্রধান প্রধান সড়কে জননিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
 
শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠের বিষয়ে তিনি বলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জায়গার ব্যবস্থা করতে পারলে করপোরেশনের পক্ষ থেকে খেলার মাঠের ব্যবস্থা করে দেয়া হবে।
 
এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল নিজ উদ্যোগে ২০টি সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি দেন।
 
ডিএসসিসির ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহাসহ ওয়াসা ও পুলিশ প্রতিনিধিরা।
 ৩১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে