ঢাকা : সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিবের পদে বহাল থেকে অন্যসব পদ থেকে অব্যাহতি নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সদ্য মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবর পদত্যাগ পাঠিয়েছেন তিনি। এর অনুলিপি দফতর, কৃষক দল এবং ঠাকুরগাঁও জেলা বিএনপিতে দেয়া হয়েছে।
বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
চেয়ারপারসনের বিশেষ ক্ষমতা বলে নব মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কি দুই পদে থাকবেন নাকি দফতর ছেড়ে দেবেন এ জন্য নেতাকর্মীদের অপেক্ষায় রয়েছেন।
কৃষক দলের সভাপতির দায়িত্ব থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর এখন সভাপতির দায়িত্ব কে পালন করছেন এ বিষয়ে কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, আগামী দুয়েক দিনের মধ্যে ঠিক করা হবে।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস