নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে এবার দৈনিক আমার দেশ পত্রিকার কারাবন্দি ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হলো। এ মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার এই আবেদন করা হয়। ২৫ এপ্রিল রিমান্ড আবেদনে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এই মামলায় দৈনিক যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ফজলুর রহমান আদালতে মাহমুদুর রহমানকে রিমান্ডের জন্য ১০ দিনের আবেদন জানিয়েছেন।
এর আগে শফিক রেহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই ডিবি পুলিশ দাবি করেন, যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ চেষ্টার ঘটনার সঙ্গে মাহমুদুর রহমানও জড়িত। এই তথ্য যাচাই বাছাইয়ের জন্য কারাবন্দি মাহমুদুর রহমানকে এ মামলায় রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।
মাহমুদুর রহমান ২০১৩ সালের এপ্রিল থেকে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন। এর আগে প্রায় ৭০টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর মাহমুদুর রহমানকে আবার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস