সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৯:৩৫:১৭

রাজধানীতে কুকুরের তাণ্ডব, ১৫ জন জখম

রাজধানীতে কুকুরের তাণ্ডব, ১৫ জন জখম

নিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কুকুরের তাণ্ডব ব্যাপক আকার ধারণ করেছে।  কুকুরের তাণ্ডবে রাস্তাঘাটে চলাফেরা করা দায়।  রাত হলেই রাজধানীর অলিগলিতে কুকুরের উপদ্রব বেড়ে যায়।  কোনো অপরিচিত লোক দেখলে তেড়ে আসে কুকুর।  অনেককে কুকুরের আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।  ছোট ছোট ছেলেমেয়ে কুকুরের ভয়ে স্কুলে যেতে চায় না।  বাধ্য হয়ে বাবা-মাকে সঙ্গে যেতে হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ের পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন জখম হয়েছেন।  সোমবার সকালে এ ঘটনা ঘটে।  ঘটনার পর এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরেছে।

কুকুরের কামড়ে যখম কয়েকজস হলেন তাহমিনা আক্তার (১৬), সিরাজ (৪২), শহীদুল আলম (১১), হালিমা বেগম (৫৫), রবিউল হোসেন (৬৫), পারভীন আক্তার (৪০), সায়মা আক্তার (৮), শান্ত (৭), সহদেব (৪৩), ওজিবা (১৬) প্রমুখ। তারা উপজেলার জোরারগঞ্জের দেওয়ানপুর, পরাগলপুর ও গোপীনাথপুর গ্রামের অধিবাসী।

আহতদের উপজেলা মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  তবে আহতদের মধ্যে ওজিবাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।  রাজধানীর বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অনেকেই জখম হয়েছেন।  রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার এক পান দোকানি কুকুরের আক্রমণে জখম হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে রাজধানীসহ দেশের জেলায় জেলায় কুকুর নিধনের কথা থাকলেও এখন আর চোখে পড়ে না।  তাহলে কি কুকুর নিধন বন্ধ হয়ে গেল- এমন প্রশ্ন ভুক্তভোগীদের।  
১৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে