নিউজ ডেস্ক : হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।
সোমবার রাতে এঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই যাত্রীর নাম জানা যায়নি।
কাস্টমস হাউজ সূত্র জানায়, রাতে সিঙ্গাপুর থেকে আগত রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ ফ্লাইটে ওই যাত্রী ঢাকায় আসেন। পরে তার জুতার ভেতর তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম ওজনের ৭টি বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অনুমতি ছাড়া এতগুলো বার আনায় এগুলো জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় কাস্টমস।-জাগোনিউজ
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম