বুধবার, ২৫ মে, ২০১৬, ০৯:১৮:০৫

‘আ.লীগের মেশিনে রাজাকার ঢুকিয়ে দিলেও মুক্তিযোদ্ধা হয়ে বের হবে’

‘আ.লীগের মেশিনে রাজাকার ঢুকিয়ে দিলেও মুক্তিযোদ্ধা হয়ে বের হবে’

ঢাকা : আওয়ামী লীগ না করলেই রাজাকার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, আপনি যত বড় মুক্তিযোদ্ধাই হোন না কেন, আপনি যদি আওয়ামী লীগ না করেন, তাহলে হয় এজেন্ট নতুবা রাজাকার।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতী দল।

তিনি বলেন, আওয়ামী লীগ এক অদ্ভূত মেশিন। ওই মেশিনের এক পাশ দিয়ে কোনো রাজাকারকে ঢুকিয়ে দিলেও অন্য পাশ দিয়ে সে মুক্তিযোদ্ধা হয়ে বের হবে।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দল।  বিএনপির মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কলকাতার থিয়েটার রোড কিংবা কোনো হোটেলের মুক্তিযোদ্ধা নয়।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ করেনি কিংবা বয়স থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে যায়নি, তারা এখন মুক্তিযুদ্ধের চেতনার প্রচারক-প্রসারক।  আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের চেয়ে তাদের নাম এখন বেশি।

সিটি কর্পোরেশন ও পৌরসভায় বিএনপির নির্বাচিত মেয়রদের বরখাস্ত ও কারাগারে প্রেরণের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, যারা ভোট ছাড়া নির্বাচিত তারা এখন সচিবালয়ে।  আর যারা জনগণের ভোটে নির্বাচিত তারা কারাগারে।  এ গণতন্ত্রের জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম?

বিএনপির এ নেতা বলেন, জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর চক্রান্ত হচ্ছে।  সেখানে কবর থাকলে কী সমস্যা ? সংসদ পরিচালনায় কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা একটিই, সেটি হলো- মানুষ সারাদিন সেখানে যায়, দোয়া করে।  বিএনপি জনগণের দল।  আর জনগণের মনের মনিকোঠায় জিয়ার অবস্থান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।  আমরা যেন জিয়ার আদর্শ থেকে বিচ্যুত না হই।

তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির, সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
২৫মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে