বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০১:২৫:৩৩

খালেদাসহ ২৬ জনের বিরুদ্ধে রাতে অভিযোগপত্র দাখিল

খালেদাসহ ২৬ জনের বিরুদ্ধে রাতে অভিযোগপত্র দাখিল

নিউজ ডেস্ক : নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৮টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দারুসসালাম থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক। এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আমানউল্লাহ আমান, মীর সরাফত আলী সফু, মামুন হাসা, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল।

আদালত সূত্রে জানা গেছে, উল্লিখিত আসামিরা বাদে বাকিরা সাধারণ। অভিযোগপত্রটি বুধবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে উপস্থাপন করা হয়। আগামী ১৩ জুন এ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হুকুমে দারুসসালাম এলাকাধীন এলাকায় জ্বালাও-পোড়াও ও গাড়ি ভাঙচুর করে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় একই বছরের ৩ ফেব্রুয়ারি ওই থানার এসআই টিটু সরদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে