নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে ৯ শিশুকে আটকে করে নির্যাতন ও কোর্টে হাজির করে কারাগারে পাঠানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আগামী তিনদিনের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনার, ডিসি ঢাকা দক্ষিণ ও মোহাম্মদপুর থানার ওসিকে জবাব দিতে বলা হয়েছে।
রোববার সকালে রেজিস্ট্রি ডাক যোগে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে থেকে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আব্দুল হালিম এ নোটিশ পাঠান। নোটিশে বিবাদীদের বিরুদ্ধে আইনগত সহায়তা প্রদান আইন এবং শিশু আইনের সুস্পষ্ট লংঘনের অভিযোগ আনা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হবে বলে জানান ব্যারিস্টার আব্দুল হালিম।
প্রসঙ্গত, গত ২৭ মে একটি জাতীয় দৈনিকে ‘ওরা ক্ষুধার্ত ও নির্যাতিত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, মোহাম্মদপুর থানা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই নয় শিশুকে আটকের পর ২৬ মে সকালে তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনে। কিন্তু তাদের কাউকে আদালতের বিচারকের সামনে তোলা হয়নি। সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাদের রাখা হয় হাজতখানায়।
বেলা সাড়ে তিনটার দিকে আদালত পুলিশ মোহাম্মদপুর থানার দেওয়া প্রতিবেদন সিএমএম আদালতে উপস্থাপন করে। আদালত শিশুদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যার দিকে শিশুদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
২৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম