রবিবার, ২৯ মে, ২০১৬, ০৪:২৫:১৭

‘আর বাড়ানো হবে না সময়’

‘আর বাড়ানো হবে না সময়’

ঢাকা : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, সিম পুনর্নিবন্ধনের শেষ সময় ৩১ মে রাত ১২টা পর্যন্ত।  এরপর আর কোনো অবস্থাতেই সময় বাড়ানো হবে না।   

রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তারানা হালিম বলেন, এর আগে গ্রাহকদের কথা চিন্তা করে এবং মোবাইল অপারেটরদের অনুরোধের ভিত্তিতে এক দফা সময় বাড়ানো হয়েছে।  এবার আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এখন পর্যন্ত যারা সিম নিবন্ধন করেননি, তারা শিগগিরই সিম নিবন্ধনের কাজ শেষ করবেন বলে আশা করছি।

তারানা হালিম বলেন, এ পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম পুনর্নিবন্ধন হয়েছে।  মোবাইল অপারেটরদের হিসাব অনুযায়ী, দেশে ১৩ কোটি সিম রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত সমস্যার জন্য ঢাকাসহ দেশের ৫১৪টি আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে পারবে।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ১ জুন থেকে অনিবন্ধিত সিম বন্ধ হয়ে যাবে।  তবে দুই মাস পর আগস্ট থেকে যদি কেউ অনিবন্ধিত সিম পুনরায় নিতে চান তাহলে বাজারে প্রচলিত সিমের দাম দিয়ে আগের সিমটি নিতে পারবেন।

তিনি বলেন, কোনো মোবাইল অপারেটর ১৮ মাস পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া অনিবন্ধিত সিম বিক্রি করতে পারবে না।  প্রবাসীরাও এই ১৮ মাসের মধ্যে তাদের সিম নিবন্ধন করতে পারবেন।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে