ঢাকা : দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে নতুন প্লাটফর্ম তৈরি করতে হবে। এসব কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
রোববার বিকেল ৩টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রুপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানবীর উত্তম-এর ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেন।
আলোচনা সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আলোচনা সভায় কবি আল মাহমুদের কবিতা ‘ডানাওয়ালা মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন সীমা ইসলাম।
মওদুদ আহমদ বলেন, বিএনপির ওপর এত ঝুলুম তারপরও মাঠ পর্যায়ের একজন কর্মীও বিএনপি ছেড়ে যায়নি। বিএনপির এখন ক্লান্তি কাল চলছে। তবে এটা সাময়িক।
তিনি বলেন, চিন্তার কিছু নেই। দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তবে এটা বিএনপির একার পক্ষে সম্ভব নয়। নতুন একটি প্লাটফর্ম তৈরি করতে হবে। এ প্লাটফর্মে সব পেশার মানুষকে একত্রিত করতে হবে।
মওদুদ বলেন, মানুষের ভোট দেয়ার ইচ্ছা হারিয়ে ফেলেছে সরকার। সাধারণ নিরীহ মানষসহ শতাধিক লোক নিহত হয়েছেন। ভোটের অধিকার হরন করে নিয়েছে সরকার।
তিনি বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক মধ্যপন্থি দল। বিএনপি জঙ্গি-সন্ত্রাস, উগ্রপন্থিতে বিশ্বাস করে না। গণতন্ত্র ফিরিয়ে না দিলে জঙ্গি- সন্ত্রাস, উগ্রপন্থি উত্তাপ তো হবেই।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি ড. মোস্তাহিদুর রহমান, সাংবাদিক মাহবুব উল্লাহ, সাবেক ছাত্রমৈত্রীর সভাপতি আতাউর রহমান ঢালি প্রমুখ।
আলোচনা সভায় দর্শক সারীতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমার, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, এম এ হালিম, ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, তাইফুল ইসলাম টিপু, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্চাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সহ সভাপতি আবু আল আতিক হাসান মিন্টু প্রমুখ।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম