ঢাকা : জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অসুস্থতা নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।
সূত্র জানায়, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্পিকার। এসময় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। উচ্চ রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রটি জানিয়েছে।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাকে দেখতে সিএমএইচে যান। এ সময় সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও প্রধান হুইপ আ স ম ফিরোজও উপস্থিত ছিলেন।
আ স ম ফিরোজ বলেন, স্পিকার এখন সুস্থ আছেন। তার শরীরে কিছু ভাইরাল সংক্রমণ হয়েছে। তবে দু-একদিনের মধ্যে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেন।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম