স্পোর্টস ডেস্ক: অনেকটাই বিপদে কুমিল্লা দল। দলের কন্ডিশন নিয়ে কথা বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি এবার ঠিক মুদ্রার উল্টো পিঠটাই দেখছেন।
টানা চার ম্যাচে হার; মালিকপক্ষের সাথে অধিনায়কের বনিবনা না হওয়ার খবর। সব মিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে এখন আকাশ সমান চাপের। আগের তিন আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি মুদ্রার উল্টো পিঠটাই দেখছেন এবার।
চট্টগ্রাম নতুন জায়গা নিশ্চয় ঢাকাকে ভুলে নতুন করে শুরু করবেন?
ভোলাভুলির বিষয় না, চেষ্টা করতে হবে ভালো খেলার। যেহেতু কোন কিছুই আমাদের পক্ষে আসে নাই, তাই হারানোর কিছু নেই। এখন ফাইট করতে হবে মাঠে। লেটস সী দেখি হয়।
নিদিষ্ট কোনো কিছু কি আছে যার কারণে ক্লিক হচ্ছে না কাছে গিয়েও হচ্ছে না?
আমরা কোনো ম্যাচে কাছেই যেতে পারিনি। ক্লিয়ারলি আমরা ব্যাটিংয়ে আপ টু দ্যা মার্ক ছিলাম না। শেষ ম্যাচে অবশ্য বোলিংও ভালো হয়নি। সো এখন এমন এক পজিশনে যে হারানোর কিছু নেই। চেষ্টা করতে হবে সেরাটা খেলার।
অনেক সময় হয় এ রকম যখন প্রেসার থাকে না, যখন স্পেকট্যাশন তখন প্রেসার থাকে। এখন স্পেকট্যাশন নেই সো প্রেসারটা অনেক কম থাকবে। সো ওই জায়গা থেকে যদি পারফর্ম করতে পারি তাহলে হয়তো ভালো হতে পারে।
ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন টিমকে নেতৃত্ব দেওয়া কঠিন মনে হচ্ছে নাকি?
লাইফ তো সব সময় এক রকম চলে না। অনেক সময় কঠিন হয়। যা হোক এটা নতুন চ্যালেঞ্জ, লাস্ট ইয়ারের কথা আসলে আমি পেছনে যা ফেলে এসেছি তা নিয়ে আমি ভাবি না।
নতুন টুর্নামেন্ট নতুন সময় দেখা যাক কি হয়।
টি-টোয়েন্টি মানে আনন্দ দেওয়া, আপনি নিজেও বলেছেন এ টুর্নামেন্ট নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই সেই জায়গা থেকে একটু মন খারাপ মন মরা এসব টিমের ওপর ইফেক্ট পড়ে কিনা?
না। আমি সব সময় মনে করি টি-টুয়েন্টি সবার এনজয় করা উচিত।এ খেলাটাই এরকম, সবাইকে আনন্দ দেওয়ার জন্য এ খেলাটা এসেছে।
আর যখন টিম হারে স্টিল প্লেয়ার হিসেবে খারাপ লাগবে, যদি কেউ পারফর্ম না করে স্টিল খারাপ লাগবে। ওই জায়গাটা স্বাভাবিক। কিন্তু আপনি এই খেলাটাকে যতো এনজয় করবেন খেলাটা ততো সহজ। কারণ এখানে কেনো ব্যাটসম্যানকে শটস খেলতে হবে কিংবা প্রথম বলেই শটস খেলতে গিয়ে আউট হয়ে যেতে পারে, সো এখানে কোনো ব্যাটসম্যানের ফর্ম বা ওই ব্যাটসম্যানটা কেমন এইটা বিচার করা অনেক কঠিন। অ্যাস ওয়েল অ্যাস বোলার কারণ ব্যাটসম্যানরা সব সময় টপে থাকতে চায়, সো আমি মনে করি যতো এনজয় করা যায়, নিজের থেকে যতো প্রেসার রিলিজ করা যায়, ঠিক আছে আমি এনজয়ই করব, আমি প্রেসার না নিবো ততো খেলাটাও সহজ এ ম্যাচ।
১৭ অক্টোবর ২০১৮/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর