স্পোর্টস ডেস্ক: ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে সাকলাইন মুশতাককে স্থায়ী নিয়োগের অনুরোধ করলেন মঈন আলী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মঈন আলী।
ব্যাট হাতে ২৫২ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ২৫ উইকেট। ক্রিকেট ইতিহাসে ৪ কিংবা তারচেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে কমপক্ষে ২৫০ রান ও ২৫ উইকেট নেয়ার একমাত্র ঘটনা এটি। বল হাতে তার এমন দুর্দান্ত নৈপুণ্যের জন্য সিরিজ শেষে কৃতিত্ব দেন সাকলাইন মুশতাককে। যা
কে অস্থায়ীভাবে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসিবি। সাকলাইনের কারণেই তিনি এমন ভাল বোলিং করতে পেয়েছেন বলে জানান মঈন আলী। কোন ধরনের বোলিংয়ে কিভাবে ফিল্ডিং সাজাতে হয় তা তিনি মুশতাকের কাছ থেকে শিখেছেন বলে স্বীকার করেন।
পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইনের কাছ থেকে আরো অনেককিছু শেখার আছে বলে মন্তব্য করেন তিনি। আর এবার তিনি স্থায়ী স্পিন বোলিং কোচ হিসেবে সাকালাইন মুশতাককে রেখে দেয়ার অনুরোধ করলেন। বলেন, ‘টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট- সবক্ষেত্রে আমি তার (সাকলাইন মুশতাক) দলের সঙ্গে থাকাটা পছন্দ করি। আপনি যদি ব্যাটিং, বোলিং ও ফাস্ট বোলিংয়ের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দিতে পারনে তাহলে স্পিন বোলাদের জন্য কেন কোচ নয়? তাকে যদি সব ফরমেটের জন্য আমাদের স্থায়ী স্পিন কোচ হিসেবে রেখে দেয়া হয় তাহলে অনেক ভাল হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজে সাকলাইন মুশতাকের সহযোগিতা তার অনেক কাজে দেবে বলে মনে করেন, ‘আমি যদি অ্যাশেজের জন্য কোনো পরিকল্পনা করে থাকি সেটা হলো, সাকি ভাই সঙ্গে থাকবেন।
তার উপস্থিতি আমি পছন্দ করি। তিনি আমাকে আরো সাহায্য করতে পারবেন। সাকি ভাই সবসময় নতুন কিছু শেখান। আমার বোলিংয়ের বেসিক ঠিক আছে। কিন্তু তিনি বৈচিত্র যোগ করেছেন। বল করার সময় ফিল্ডিং সাজনোসহ নানা খুঁটিনাটি বিষয় তিনি লক্ষ্য রাখেন।’
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস