রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০২:১১:৪১

ভারতের আশা গুড়িয়ে দিল হেরাথ

ভারতের আশা গুড়িয়ে দিল হেরাথ

স্পোর্টস ডেস্ক  :  স্পিনার রঙ্গনা হেরাথ অবতীর্ণ হলেন ব্যাটসম্যানের ভূমিকায়।  আর নতুন ভূমিকায় অবতীর্ন হয়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১২২ রানের লিড এনে দেন এই স্পিনার। ভারতের আশা গুড়িয়ে দিল হেরাথ। গুরুত্বপূর্ন মুহুর্তে ব্যাট করতে নেমে ৬৭ রানের মহামুল্যবান ইনিংস খেলেন তিনি।  ভারতের প্রথম ইনিংসে ১৭২ রানের জবাবে লঙ্কানদের প্রথম ইনিংসে সংগ্রহ ২৯৪ রান।

এর আগে শুরুতেই ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল শ্রীলংকা।  তবে তৃতীয় উইকেট জুটিতে লাহিরু থিরিমানে ও ম্যাথিউস মিলে প্রাথমিক ধাক্কা সামলে ভালো অবস্থানে পৌছে দেন শ্রীলঙ্কাকে।  থিরিমানে করেন ৫১ রান।  ৫২ রান করেন ম্যাথিউস।  দুজনেই আউট হয়েছে উমেশ যাদবের বলে।  দলীয় ১৩৩ ও ১৩৮ রানের মাথায় উইকেট দুটি তুলে নেন উমেশ।

১৩৮ রানে চার উইকেট হারানো লঙ্কানদের পঞ্চম উইকেট জুটিতে ৬২ রানের আরেকটি মুল্যবান জুটি গড়েন চান্দিমাল ও ডিকওয়েলা।  এরপরই লঙ্কান ইনিংসে ভীতি ছড়ান সামি ও ভুবনেশ্বর কুমার।  ১ রানের ব্যবধানেই তুলে নেন তিন উইকেট।  উইকেটে থিতু হওয়া চান্দিমাল (২৮) ও ডিকওয়েলা (৩৫)কে ফেরান সামি।  আর ধাসুন সানাকাকে (০) ফেরান ভুবনেশ্বর।

৪ উইকেটে ২০০ থেকে ৭ উইকেটে ২০১ রানে পরিনত হয় শ্রীলংকা।  এরপরই রঙ্গনা হেরাথের লড়াই শুরু।  পেরেরা (৫) ও লাকমলকে (১৬) এক পাশে রেখে অন্যপ্রান্তে দারুন ব্যাট করতে থাকেন তিনি।  পেরেরার সাথে ৪৩ ও লাকমলের সাথে ৪৬ রানের দুটি জুটি গড়ে শ্রীলংকার বড় লিড এনে দেন তিনি।  শেষ পর্যন্ত ১০৫ বলে ৬৭ রান করে আউট হন এই তারকা।

সামি ও ভুবনেশ্বর ৪টি করে ও যাদব ২টি উইকেট নেন। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করেছে ভারত।  এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৭ রান।  প্রথম ইনিংসে ১৭২ রান করে অলআউট হয়েছিল ভারত।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে