স্পোর্টস ডেস্ক : আহত অজিঙ্ক রাহানের জায়গায় টি-২০ দলে মণীশ পাণ্ডেকে না-দেখে অবাক হয়েছেন তিনি। এ কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করেন, বর্তমানে মণীশ যে ফর্মে রয়েছেন, তাতে তার টি২০ দলে জায়গা পাওয়া উচিত ছিল।
অজিঙ্ক রাহানের জায়গায় দলে এসেছেন গুরকিরত সিংহ। কিন্তু এই পরিবর্তনে তেমন সন্তুষ্ট নন সৌরভ। তিনি বলেন, দলে রায়না, যুবরাজ, গুরকিরত— ধোনি কিন্তু বোলারদের নিয়ে নানা পরিকল্পনা করতেই পারে।
কিন্তু এর সঙ্গেই সৌরভ বলেন, তবে নির্বাচকরা কেন রাহানের পরিবর্তে মণীশকে না-বেছে গুরকিরতকে নিলেন, তা ভেবে আমি কিঞ্চিৎ অবাক হচ্ছি। মনীশের দুরন্ত পারফর্ম্যান্সের পরে ও দলে জায়গা না-পেয়ে দেশে ফিরে আসছে, সেটা দেখে খারাপই লাগছে।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি