স্পোর্টস ডেস্ক : ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচের পর বিপন্ন ক্যাপ্টেনকে সাহায্য করতে পাশে দাঁড়িয়েছিলেন দলের টেস্ট ক্যাপ্টেন কোহলি। সেই বিরাট কোহলির প্রশংসায় হঠাৎ পঞ্চমুখ মহেন্দ্র সিংহ ধোনি।
এতটাই পঞ্চমুখ যে, মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর ভারত অধিনায়ক বলে বসলেন, আমার মনে হয়, অ্যাডিলেডের একটা স্ট্যান্ড কোহলির নামে করা হবে। যে পরিমাণ রান করছে ও, তাতে ও যখন অবসর নেবে, তখন তো মনে হয় অস্ট্রেলিয়ার বেশ কয়েকটা মাঠের স্ট্যান্ড ওর নামে হয়ে যাবে।
কোহলির ব্যাটিং প্রশংসা করে ধোনি আরো বলেন, সত্যিই দারুণ ব্যাট করছে বিরাট। বড় শটের ঝুঁকি নেওয়ার আগে ও কিন্তু হিসেবটা খুব ভাল করে নিচ্ছে। খেলাটা ভাল রিড করতে পারে কোহলি। ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যাট করার সুযোগ পেয়ে কোহলি সেটা যে ভাবে কাজে লাগিয়েছে, তা এক কথায় অসাধারণ।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি