স্পোর্টস ডেস্ক: এক জন আদর্শবান নেতা হতে কি কি লাগে? সবক’টি বিদ্যমান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাঝে। খেলার মাঠে সতীর্থদের কাছে হয়ে উঠেন আর্দশ নেতা, ডেসিং রুমে বন্ধু। আবার বিপদে আর্দশ বড় ভাই। এই হলো নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।
বেশ কিছুদিন আগে সৌম্যের সঙ্গে তাদের এলাকায় গিয়ে তাক লাগিয়েছিলেন মাশরাফি। এবার তিনি খুলনায় চলমান জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পের মাঝেই তরুণ ক্রিকেটার তাসকিন আহমেদকে নিয়ে নড়াইলে নিজের দাদার বাড়িতে চলে গেলেন । সেখানে থাকা অবস্থায় মজার মজার সেলফি তুললেন ম্যাশ এবং তাসকিন। দু’জনই ছবিটা শেয়ার করেছেন নিজ নিজ ভ্যারিফায়েড পেজে।
অসন্ন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খুলনাতেই অবস্থান করছেন টাইগার খেলোয়াড়রা। সেখানে তারা ৩১ জানুয়ারি পর্যন্ত অনুশীলন শেষে ঢাকায় ফিরে আসবেন।
মঙ্গলবার দুপুরে অনুশীলনের পরই তাসকিনকে নিয়ে নড়াইলে নিজের দাদুর বাড়িতে চলে যান তাসকিন। সেখানে বিকেলটা কাটিয়ে আবার দলের সঙ্গে যোগ দেন তারা।
ফেসবুকেই তাসকিন সেখানে অবস্থান করা অবস্থায় একটি ছবি আপলোড করে লিখেছেন, নড়াইলে মাশরাফি ভাইয়ের দাদু বাড়ীর সামনে।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর