স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের বড় অবদান রেখেছেন নাজমুল হাসান শান্ত। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল দেখে শুরুর পরিকল্পনা পাল্টে পরিস্থিতির দাবি মেটানো ব্যাটিং করেছেন যুব এই টাইগার।
বাংলাদেশের ২৪০ রানের ইনিংসের মূল ভিত্তি ছিল এই বাঁহাতির ৭৩ রানের সময়োপযোগী ইনিংস। মন্থর উইকেটে এক প্রান্ত আগলে রেখে পথ হারাতে দেননি দলকে। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানের বিশাল জয়ের জন্য ম্যাচ-সেরা হন শান্ত। তার ৭৩ রানের দুর্দান্ত ইনিংসে বাউন্ডারি মার ছিল ৭টি। যার মধ্যে ৪টি চার এবং ৩টি ছক্কার মার ছিল।
২৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস