বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৭:১৭:০৭

পিনাক-শান্তদের কাছে আরো বড় ইনিংস চান কোচ

পিনাক-শান্তদের কাছে আরো বড় ইনিংস চান কোচ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের বড় অবদান রেখেছেন নাজমুল হাসান শান্ত। যুব টাইগারদের ২৪০ রানের ইনিংসের মূল ভিত্তি ছিল নাজমুল হাসান শান্তের ৭৩ রানের ইনিংস এবং পিনাক ঘোষের ৪৩ রানের দুর্দান্ত ইনিংসটি।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানের বিশাল জয়ের জন্য ম্যাচ-সেরা হন শান্ত। তবে এদিন দলের মারকুটে ব্যাটসম্যান পিনাক থেকে বড় ইনিংস পাবেন বলে দলে কোচ স্টুয়ার্ট ল আশা ছিলেন। কিন্তু তা হয়নি। তাই আগামী ম্যাচগুলোতে পিনাক-শান্তদের কাছে সেঞ্চুরি চান কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ বলেন, ওকে নির্দেশনা দেওয়া আছে দলের ইনিংস টেনে নিয়ে যাওয়ার। সময় নিয়ে ইনিংস গড়েছে, থিতু হওয়ার পর দারুণ সব শট খেলেছে। এভাবেই ব্যাট করা উচিত।
শান্তর ইনিংসটির আগে ভালো খেলছিলেন পিনাক ঘোষ ও জয়রাজ শেখও। তবে সম্ভাবনাময় ইনিংসকে উল্লেখযোগ্য বড় স্কোরে রূপ দিতে পারেননি কেউই। টেকনিকাল উপদেষ্টার আক্ষেপ এখানেই
২৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে