স্পোর্টস ডেস্ক: ফুটবল জগতের দুই মহানায়ক নিওলেন মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর আজ এই তারকার ফুটবলারের সামনের কঠিন লড়াই উপেক্ষা করেছে। এই দুই তারকার ক্যারিয়ারের ১০০০ হাজার গোল পূরণ করার সময় এসেছে। মেসি ও রোনালদোর আর এক গোল হলেই বর্তমান ফুটবলের সেরা দুই বিজ্ঞাপনের ক্যারিয়ার গোলের সংখ্যা চার অঙ্কে পৌঁছে যাবে।
আজ অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মেসি গোল করলেই দুইজনের ক্যারিয়ার গোলের যোগফল হয়ে যাবে ১০০০!
এই মৌসুমেই ক্যারিয়ারে ৫০০তম গোল করা রোনালদোর ক্লাব ও দেশ মিলিয়ে ক্যারিয়ারে গোলের সংখ্যা এখন ৫১৮টি। আগামী মাসেই ৩১-এ পা দিতে যাওয়া এই রিয়াল ফরোয়ার্ড ক্যারিয়ারে মোট ৭৭৩ ম্যাচ খেলেছেন। আর ২৮ বছর বয়সী মেসির ক্যারিয়ার গোল ৪৮১টি। বার্সা ও আর্জেন্টিনার হয়ে তিনি ম্যাচ খেলেছেন ৬১১টি।
৫১৮+৪৮১=৯৯৯। আর এক গোলের অপেক্ষা!
২৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস