বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ১০:১৮:২১

মাশরাফির প্রতিপক্ষ সেজেও পাত্তা পেলেন না শুভাগত হোম

মাশরাফির প্রতিপক্ষ সেজেও পাত্তা পেলেন না শুভাগত হোম

স্পোর্টস ডেস্ক: বুধবার খুলনা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩ টায় মাশরাফি বিন মুর্তজার কাছে প্রতিপক্ষ সেজে মাঠে নাসেন তারই সতীর্থ খেলা শুভাগত হোম। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ খেলতে শুভাগত হোমের নেতৃত্বে বাংলাদেশ সবুজ দল ও মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ লাল দল নামে দুই ভাগ হয়ে মাঠে নামে। এই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে মাশরাফির কাছে মোটেও পাত্তা পেলেন না শুভাগত হোমের দল।

বুধবার সকালে প্রথম ম্যাচে শুভাগতের সবুজ দল ১২ রানে মাশরাফির লাল দলকে পরাজিত করে। তবে বিকেলেই শোধ তোলে মাশরাফিরা। দ্বিতীয় ম্যাচে মাশরাফির লাল দল জয় পেয়েছে ৩৫ রানে।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মাশরাফির দল। ওপেনিং ব্যাট করতে নাম তামিম ইকবাল ৪৫ রান করে ফিরে যান সাজঘরে। এরপর দুই ব্যাটসম্যান সৌম্য সরকার আর সাব্বির রহমান দুজনেই অর্ধশতক তুলে নেন। ৬৬ রানে অপরাজিত থাকেন  সাব্বির।আর সৌম্য সরকার করেন ৪৬ বলে করেন ৫৮ রান। সবুজ দলের হয়ে একটি করে উইকেট নেন শফিউল, কামরুল ইসলাম আর সাকলায়েন সজীব।

মাশরাফিদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রান করে অলআউট হয়ে যায় শুভাগতের সবুজ দল। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় সবুজ দলের হয়ে একাই লড়েছেন মোহাম্মদ মিঠুন। ৪৬ বলে ৯টি বাউন্ডারি ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৫ রান করেন তিনি। এছাড়া মোসাদ্দেক ২৮, আরিফুল ২২ রান করেন। মাশরাফির দলে হয়ে সার্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও দুইটি উইকেট পান আবু হায়দার রনি।
২৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল- আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে