স্পোর্টস ডেস্ক: যুবদের বিশ্বকাপের প্রথম দিনে নিজের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল অভিনন্দন জানিয়েছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর যুব টাইগারদের উদ্দেশে সাকিব তার ফেসবুক পেইজে লিখেছেন, আমার ভায়েরা, এটাই তোমাদের সময়। প্রতিটি ম্যাচই তোদের জন্য অভিজ্ঞ অর্জনের এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করার।
এ ছাড়াও সাকিব আরো লেখেন, হে যুব টাইগাররা হৃদয় এবং মন দিয়ে খেলো এবং ম্যাচেই নিজেদেরকে নিয়োজিত রাখো। তবে উপভোগ করতে ভুলো না। আমরা সবাই টাইগার। মাথা উুচু রেখে বাঘের মতই গর্জন করবো। নিজেকে সেরা মনে করে প্রতিটি মুহূর্তই লড়াই করো। মনে রেখো, তোমাদের পেছনে রয়েছে বাংলাদেশের ১৬ কোটি মানুষ। নিজেদের মাঠে তোমাদের জন্য তারা সবাই চিৎকার করবে, উৎসব করবে। তোমাদের সবাইকে অভিনন্দন। চলো বাংলাদেশ, চলো টাইগার্স।
২৭ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস