বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৩:৪৯

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারত

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারত

স্পোর্টস ডেস্ক : আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত পর্দা উঠছে এশিয়া কাপ টুর্নামেন্টের। আয়োজক দেশ বাংলাদেশ। অন্যবারের থেকে এবারে ভিন্ন ফরম্যাটে হবে এই আয়োজন। এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। বুধবার টুর্নামেন্টের ফিক্সচার প্রকাশ করা হয়।

টেস্ট খেলুড়ে চার দেশ  ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। বাছাইপর্বে অংশ নিবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ১৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেই তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ ২৭ ফেব্রুয়ারি। টুনামেন্টের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

প্রসঙ্গত, এ নিয়ে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপের আয়োজকের ভূমিকায় বাংলাদেশ। সব মিলিয়ে রেকর্ড পাঁচবার এশিয়া কাপ আয়োজন করছে বাংলাদেশ। ২০১৪ সালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে