স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ জাতীয় দলের দুই সুপার স্টার মাশরাফি ও সাকিব। দেশ সেরা দু’খেলোয়াড়ের নৈপূন্য গেল বছরে দারুণ স্বপ্নময় একটি বছর পার করেছে বাংলাদেশ।
আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপকে সামনে রেখে টাইগার দলের সঙ্গে দু’জনে এখন খুলনায় অবস্থান করছেন। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ মিসের পর নিজেদের ভুল সুধরাতে মরিয়া সৌম্য-তাসকিনসহ সবাই। ঠান্ডা বৈরি আবহাওয়ায়ও রোজ নিয়ম মাফিক পরিশ্রম করছেন তারা।
সম্প্রতি দেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলোর সঙ্গে দেশের বর্তমান ক্রিকেটের অবস্থা, নিজেদের ব্যাক্তিগত বিষয় নিয়ে কথা হয় মাশরাফি-সাকিবের।
এক জন ক্রিকেটার হিসেবে একে অন্যের সবচেয়ে বড় গুণের প্রশ্নে সাকিব মাশরাফিকে উদ্দেশ্য করে বলেন, ‘ মাশরাফি ভাই খুবই ইজি গোয়িং। সবার সঙ্গে সহজে মিশতে পারেন। এই গুণটা সবার মধ্যে থাকে না। আমার মনে হয় না, আমাদের টিমে আর কারো এই গুণটা আছে। দেশের ১৬ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করি আমরা ১৬ জন, তাঁদের মধ্যে একজনেরই এটি আছে। তার মানে উনি স্পেশাল।’
আর তখন মাশরাফি সাকিবকে উদ্দেশ্য করে বলেন, ‘বাইরের অনেকে ওকে (সাকিব) ভুল বোঝে। সাকিব আমার সম্পর্কে যেমন সহজেই কথাটা বলল, আমি বললে অনেকে ভাবতে পারে, মিথ্যা কথা বলছে কি না। কিন্তু সত্যি বলছি, ও দলের অন্যদের অনেক সাহায্য করে। ও তো এখন দলের বড় ভাই-ই হয়ে গেছে।’
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর