স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দূর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ভারত।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হয় ম্যাচটি।
ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন ইমরান কৃষাণ ও পান্ত। প্রথমে ওভারেই ভাঙনের সূর বাজে ভারত শিবিরে।ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট তুলে দিয়ে ড্রাক মেরে মাঠ ছাড়েন ইমরান কৃষাণ।পরবর্তীতে ব্যাক্তিগত ৬ রানের মাথায় একই ফাঁদে পা দেন অপর ব্যাটসম্যান পান্ত। এর পর দলের বিপদের মুর্হূতে ভুই নিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন সারফারাজ খান। কিন্তু ব্যাক্তিগত ৫৪ বলে ৩৯ রানের ঝকঝকে ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন রিকি ভুই। তার অবর্তমানে সারফারাজের সঙ্গে জুটি গড়তে মাঠে নামেন আরমান । কিন্তু তিনি মাত্র ৪ রান তুলেই রিকি ভুইয়ের পথে পা বাড়ান তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩৫.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭২রান।
মাঠে রয়েছেন মাহিপাল (৫) ও ওয়াশিংটন সুন্দর (৩৫)।
প্রসঙ্গত, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে তিনবার, একবার হয়েছে রানার্সআপ। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলতে না আসায় বিশ্বকাপের টিকিট পাওয়া আয়ারল্যান্ড যুবাদের এই মঞ্চে নিজেদের মেলে ধরতে মরিয়া। তারা চাইবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জয় করতে।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর