স্পোর্টস ডেস্ক: নিজের পিঠে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ট্যাটো একে নতুন করে আলোচনায় উঠে এলেন এক ভক্ত।
ওই পাগল ভক্তের এমন কাণ্ডে যারপরনাই খুশি মেসিও। ভক্তের পিঠে আঁকা নিজের ছবি সংবলিত ট্যাটোতে স্বাক্ষর করে দেন সানন্দে।
প্রসঙ্গত, ২০১২-১৩ মৌসুমে কোপা ডেল রেতে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর সে প্রতিযোগিতায় গোল করার পর মেসির উদযাপনের ছবিটিই বেছে নেন সেই ভক্ত।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর