স্পোর্টস ডেস্ক : বেশি উইকেট নিয়ে ব্রাভোরস্পোর্টস ডেস্ক : স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এতদিন ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। তবে এবার রেকর্ডটি নিজের করে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের দুনিত ভেল্লালাগেকে আউট করে ব্র্যাভোর ৬৩১ উইকেটের রেকর্ডকে ছাড়িয়ে যান এমআই কেপটাউনের অধিনায়ক রশিদ।
২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় রশিদের। এরপর এখন পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন ৪৬১ ম্যাচ। আগের রেকর্ডধারী ব্র্যাভোকে ৬৩১ উইকেট পেতে খেলতে হয়েছে ৫৮২ ম্যাচ। অর্থাৎ ব্র্যাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন রশিদ।
পরে দীনেশ কার্তিককে আউট করেছে নিজের উইকেটসংখ্যা ৬৩৩-এ নিয়ে গেছেন আফগান লেগ স্পিনার। ম্যাচটি জিতে আসরের ফাইনালেও উঠে গেছে তার দল।