শনিবার, ০৮ মার্চ, ২০২৫, ০৭:৫৫:৫৪

চ্যাম্পিয়ন্স ট্রফি: ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কারা ?

চ্যাম্পিয়ন্স ট্রফি: ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কারা ?

স্পোর্টস ডেস্ক : ন্যাশনাল করাচি স্টেডিয়ামে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেটা থামার দ্বারপ্রান্তে। শেষ ম্যাচটাতেও নিউজিল্যান্ড সঙ্গী, ফাইনালে তারা মুখোমুখি হবে ভারতের। রোববার (৯ মার্চ) দুবাইয়ে দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ফাইনালের সারা দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ম্যাচ শুরু হওয়ার সময় ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ বেশ গরম। তবে খেলা যত এগোবে ততই তাপমাত্রা কমতে থাকবে। খেলা শুরু হওয়ার সময় আকাশ পরিষ্কার থাকলেও দুঘণ্টা পর আকাশে মেঘ জমার কথা রয়েছে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই।

কিন্তু তবুও কোনো কারণে ম্যাচ ভেস্তে গেলে কী হবে? শিরোপাই বা জিতবে কারা?
দুবাইয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির চারটি ম্যাচ হয়েছে। কোনো ম্যাচেই বৃষ্টি ব্যাঘাত ঘটায়নি। তার মানে ঘটবে না, সেই নিশ্চয়তা তো নেই। আইসিসি তাই বিকল্প ভেবে রেখেছে। রিজার্ভ ডের পাশাপাশি রাখা হয়েছে অতিরিক্ত সময়ও।

আগামীকাল কোনো কারণে খেলা বিলম্বিত হলে অতিরিক্ত ২ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। আবার ৯ মার্চ খেলা শুরু হওয়ার পর মাঝপথে যদি বৃষ্টির কারণে বন্ধ হয়, তাহলে ওই নির্দিষ্ট সময়ের পর থেকে খেলা পরের দিন শুরু হবে। ১০ মার্চও ম্যাচের নিষ্পত্তি না হয় তাহলে ট্রফি ভাগ করে নেবে ভারত এবং নিউজিল্যান্ড। ২০০২ সালের আসরে এভাবেই ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে জয়ী ঘোষণা করা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে